ভালোবাসা, বিরহ আর জীবনের না বলা গল্পগুলো নিয়ে আমাদের এই "ব্যর্থ প্রেমিক" চ্যানেল। এখানে তুমি পাবে হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা, প্রেম-বিচ্ছেদের বাস্তব অভিজ্ঞতা, আবেগঘন গল্প আর মনের গভীর থেকে উঠে আসা অনুভূতির প্রকাশ।
তুমি যদি কখনো ভালোবেসে কষ্ট পাও, হারিয়ে ফেলো কাউকে, অথবা শুধু মনের কথা কারো সঙ্গে ভাগ করতে চাও – তাহলে এই চ্যানেল তোমার জন্যই।
🔔 সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো – একসাথে ভাগ করে নিই হৃদয়ের কথা।