গ্রাম্য হাট পণ্য ক্রয়-বিক্রয়ের পাশাপাশি গ্রামীণ মানুষের পারস্পরিক যােগাযােগ, পারস্পরিক প্রীতি ও ভাব বিনিময়ের এক অপূর্ব মিলনস্থল। বিভিন্ন গ্রামের লােকজন প্রতি সপ্তাহে হাটে আসে বলে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পরিচিত পরিজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও কুশল বিনিময়ের সুযােগ ঘটে। তাই গ্রাম্য হাট পল্লিজীবনে এক গুরুত্বপূর্ণ মিলনমেলা।