কলকাতায় থেকেও আমরা অনেকে কলকাতার ইতিহাস জানি না। কারণ কলকাতার প্রতিটি রাস্তায়, গলিতে রয়েছে অনেক ইতিহাস। ব্যস্তময় জীবনে সেই সব ইতিহাস জানা হয় না আমাদের। কলিকাতা কথা চ্যানেলটি সেই সব ইতিহাসের সন্ধান করবে এবং আপনাদের সঙ্গে নিয়ে আমিও নতুন করে চিনতে পারব আমার শহর কলকাতাকে।