“গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত এই জনপ্রিয় গানগুলো বিলুপ্তির পথে। এই গানগুলো শ্রোতাদের মাঝে বাঁচিয়ে রাখার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। ১৯৩২ থেকে ১৯৭১ পর্যন্ত যে সকল জনপ্রিয় গান কলের গান ও রেডিওতে নিয়মিত প্রচারিত হতো, সেই গানগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় সম্পূর্ণ নিজের উদ্যোগে ইউটিউবের মাধ্যমে শ্রোতাদের উপহার দিলাম।
রফিকুল হক ঝান্টু
আদিলোকসংগীত সংগ্রাহক ও গবেষক “