Al Kaba BD

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ই একমাত্র শান্তির পথ। ইসলাম মানুষকে অন্ধাকার যুগ থেকে আলোর পথে এনেছে। সঠিক ও মুক্তির পথের সন্ধান দিয়েছে। প্রিয় নবীর দেয়া পথ -মতের উপর সাহাবায়ে কেরাম পৃথিবী শাসন করেছে। পরবর্তীতের তাবেয়ী, তবে তাবেয়ী এবং মুজতাহিদগণ ইসলামের সঠিক রুপরেখা সংকলন করে আমাদের নিকট পৌছে দিয়েছে। অথচ বর্তমানে মুসলমানদের কোরআন- হাদীসের ভূল ব্যাখ্যার মাধ্যমে বিভ্রান্ত করছে এক শ্রেণীর আলেম ও অনুবাদ পড়া সাধারণ মানুষ।

এই সংকটময় অবস্থায় সাধারণ মানুষ বিভ্রান্ত ইসলামের সঠিক রুপরেখা নিয়ে। মুসলমানদের এই সন্দেহ থেকে মুক্তি দিতে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। কোরআন- হাদীসের আলোকে সঠিক সমাধান মুসলমানদের সামনে তুলে ধরে আল্লাহ ও রাসুলের সন্তুষ্টির পথে জীবন পরিচালনায় যদি ১জন মানুষও উপকৃত হয় এটাই আমাদের সার্থকতা।

এই চ্যানেলে যা থাকবেঃ
১। বিষয়ভিত্তিক আলোচনা ২। জুমআর আলোচনা ৩। মাহফিল ৪। ইসলামের ইতিহাস ৫। ইসলামি সংবাদ ৬। কোরআন ও নামায শিক্ষা ৭। সুন্নাতের শিক্ষা ইত্যাদি।

subscribe করে সাথে থাকুন এবং পরামর্শ ও মতামত দিন