একবার নাম নিলে যত পাপ হরে,
জীবের সাধ্য নাই তত পাপ করে ॥
আসুন সকলে মিলে একসাথে জপ করি--
জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
@Nikhilvubon ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমার প্রণাম জানাই। আমার দয়াল প্রভু আপনাদের সবাইকে ভালো রাখুন।
আমার চ্যানেলের উদ্দেশ্য রাধা মাধবের নাম কীর্তন সবাইকে বিলিয়ে দেওয়া। আশীর্বাদ করবেন।
আমাদের ফেসবুক পেজে ফলো করার অনুরোধ রইল https://www.facebook.com/NikhilVubonGaan
#nikhilvubon