দুনিয়াতে তারাই শ্রেষ্ঠ;
যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। ন্যয়ের পথে ডাকবে আর অন্যায়ের বাধা দেবে। সে ঘোষণাও এসেছে কুরআনের একাধিক বর্ণনায়। আল্লাহ তাআলা বলেন-كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَতোমরাই হলে সর্বোত্তম জাতি, মানবজাতির কল্যাণের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দেবে ও অন্যায় কাজে বাধা দেবে। আর আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে-কিতাবরা যদি ঈমান আনতো, তাহলে তা তাদের জন্য মঙ্গলজনক হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার আর অধিকাংশই হলো পাপাচারী।’ (সুরা আল-ইমরান : আয়াত ১১০)
আমরা আশা করি আপনি আমাদের কাজ থেকে অনেক উপকারী জ্ঞান অর্জন করবেন।
- আপনি যেটা উপকারী মনে করেন, অনুগ্রহ করে শেয়ার করুন।