কৃষ্ণসুন্দর

আমাদের এই কৃষ্ণসুন্দর চ্যানেলের মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের সকল শাস্ত্র যেমন বেদ ,বেদান্ত ,উপনিষদ ,ভাগবত, পুরাণ ,গরুর পুরান পদ্ম পুরান ,বিষ্ণু পুরাণ নারদীয় পুরাণ রামায়ণ ,মহাভারত ,গীতা, চৈতন্য চরিতামৃত, চৈতন্যভাগবত ,চৈতন্য মঙ্গল ,চন্ডীমঙ্গল, মনসামঙ্গল, গীতগোবিন্দ ,রামচরিত মানস ইত্যাদি গ্রন্থের সমস্ত রকম জ্ঞান উপদেশ খুব যত্ন সহকারে পরিবেশন করা হয় তাছাড়া মানব জীবনের কর্তব্য কিছু নিয়ম নিষ্ঠা যা অত্যন্ত জরুরি সেগুলো যত্ন সহকারে পরিবেশন করা হয়।
This channel provides various knowledge like with vedanta, bed ,Upanishad ,Ramayan Mahabharat, Geeta ,Bhagwat Puran ,Gurur Puran, Vishnu Puran.
সনাতন হিন্দু ধর্মের ভগবানের পূজা পদ্ধতি ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা ইত্যাদি বিষয়ে পরিবেশন করা হয়ে থাকে।
আমাদের এই চ্যানেলে মাধ্যমে যে জ্ঞান প্রদান করা হয়ে থাকে তার বাইরেও যদি কোন প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং নিচে ইমেইল নাম্বার দেওয়া রয়েছে ওখানে লিখে জানাতে পারেন।
Email - [email protected]