মধ্যাহ্নের চিল- Moddhanner Chil

আমাদের মনে প্রায়ই নতুন কিছু প্রশ্ন আসে। কখনও বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক কিছু জানার ইচ্ছা জাগে। কিছু প্রশ্ন শুধুই কৌতুহল, আর কিছু প্রশ্নের উত্তর জানাটা আমাদের খুব জরুরী। প্রকৃতির বিচিত্র বিস্ময়, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলীসহ যে কোনো কিছুকে মধ্যাহ্নের চিল সহজ এবং সাধারণভাবে উপস্থাপন করার চেষ্টা করে। মনের সকল জিজ্ঞাসা আর কৌতুহল মেটাতে অজানাকে জানার যাত্রায় মধ্যাহ্নের চিলের সঙ্গী হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ ।