প্রিয় ছাত্র ছাত্রী আমরা সকলেই অবগত আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা সকলেই কিন্তু গৃহবন্দী জায়গায় দাঁড়িয়ে আছে ক্লাসরুমে যেভাবে পড়ানো হয় তোমাদের সামনে দাঁড়িয়ে তোমরা যেভাবে বলছে সেটা কিন্তু সম্ভব নয় তা বলে কি পড়াশোনা বন্ধ হয়ে যাবে নয় ঠিক যেন পড়াশুনাটা যেন খুব সহজভাবে কন্টিনিউ হতে পারে তার জন্য কিন্তু আজকে আমি এই ইউটিউব চ্যানেলটাকে খুললাম এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে step-by-step আমি একের পর এক বিভিন্ন বিষয়ে স্পেশাল ইফেক্টের বিভিন্ন অংশ আমি এখানে পড়া জাতি তোমাদের বুঝতে অসুবিধা হয় এবং তোমরা খুব সহজে সেটাকে বোঝো।
ধন্যবাদ।
please like Share and subscribe my channel,
press the bell icon.