Our channel, Baul Kuthir, is like a big stage where Baul and folk artists shine. We have all kinds of folk songs here, from the old classics to the soulful tunes of Lalon Geeti and Bhaba Pagla. Whether you're a famous folk singer or just starting out, we welcome everyone. We hope you enjoy what we have to offer!
আমাদের চ্যানেল, বাউল কুঠির, বাউল ও লোক শিল্পীদের জন্য একটি দীপ্তি অঙ্গন। এখানে ট্র্যাডিশনাল লোক গান, লালন গীতির অন্তর্ভুক্ত মন জুড়ানো গান এবং ভাবা পাগলার মতো মোহনীয় সংগীত পাওয়া যায়। পরিচিত চর্চার অথবা নতুন আগমনের লোক শিল্পীদের জন্য একটি মাধ্যম সৃষ্টি করছি আমরা। আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগবে।