সত্য ও সুন্দর এর সাথে চললে মিথ্যা ও অসুন্দর দূর হবেই ইনশাআল্লাহ। ব্যক্তিগত জীবনে চেষ্টা করি কারো খারাপ কাজগুলোর সমালোচনা না করে তার ভালো কাজগুলো তুলে ধরে তাকে খারাপ কাজগুলো থেকে নিরুৎসাহিত করতে। চেষ্টা করেছি খারাপ কাজের সমালোচনা করে মানুষকে শোধরাতে কিন্তু তাতে যে বাধা আসে, তা আমি উতরাতে পারিনি কারন আমি যে খুবি সাধারণ একজন গৃহিণী।বরন্চ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমার ইউটিউব ব্লগের মাধ্যমে ও এই কাজটাই করে যেতে চাই। আশা করি সাথে পাব সব্বাইকে। আল্লাহ হাফেজ।