আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন । (Neyamat Pigeon Loft) চ্যানেলটিতে সবাইকে স্বাগতম ।
গোল্লা,বাংলা বা দেশী কবুতর যে যে নামেই ডাকুক না কেন প্রায় সকল কবুতর পালকের প্রথম পালা কবুতরের জাত এটি। কমদামী এই কবুতরের জাতটি প্রথম দিকে সব পালকের কাছে পায় প্রচুর ভালোবাসা। কিন্তু অনেক জাতের কবুতরের ভিড়ে কেউ কেউ ভুলে যায় এই জাতটির কথা। সত্যিকার অর্থে যারা কবুতর ভালোবাসে তারা কখনোই ভুলতে পারেনা এই জাতটির কথা (নিচু জাত,কম দামী এর জন্য কি ভালোবাসা যায় না) সত্যিকারের কবুতর প্রেমিকদের জন্যই এই চ্যানেলটি যারা দেশি গোল্লা জাতটাকেও ভালবাসে অন্য সব জাতের কবুতরের মত।
• আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সব সময় আপডেট পেতে বেল আইকন টিপুন৷