আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।প্রিয় বন্ধু! "শান্তিময় পারিবারিক জীবন" চ্যানেলের পক্ষ থেকে তোমাকে জানাই লাল-গোলাপের শুভেচ্ছা।
হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃগোটা দুনিয়াযই হলো সম্পদ,আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার বিবি।(মুসলিম শরীফ,মেশকাত-২৬৭)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃযে ব্যক্তি কোন মহিলাকে তার আভিজাত্যের কারণে বিবাহ করবে আল্লাহ তায়া'লা তার অপমান ও অপদস্থতা অধিক হারে বৃদ্ধি করবেন। আর যে ব্যক্তি তার
ধন-সম্পদের কারণে তাকে বিবাহ করবে,আল্লাহ-পাক তার দারিদ্রতাকে (দিনে দিনে) বৃদ্ধি করে দিবেন।আর যে ব্যক্তি তাকে বিবাহ করবে তার বংশ কৌলিন্য দেখে,আল্লাহ পাক তার তুচ্ছতা হেয়তা বাড়িয়ে দিবেন।আর যে ব্যক্তি কোন মহিলাকে শুধু এই জন্য বিবাহ করে যে,সে তার চোখকে অবনত রাখবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে অথবা (আত্মীয়দের মধ্যে হলে) আত্মীয়তা রক্ষা করবে, তাহলে আল্লাহ সেই নারী পুরুষ উভয়ের জীবনেই বরকত দান করবেন। (তাবারানী)