আমাদের চ্যানেলে স্বাগতম। বাংলার সংস্কৃতি বাঁশি, আদি বাংলা সংস্কৃতি গুলো বিলুপ্ত প্রায়।এই সকল সংগীতের বিষয় গুলো আপনাদের মাঝে তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করে যাচ্ছি।আপনাদের সহযোগিতা কামনা করছি। একা পেরে উঠছি না।
আমাদের সংস্কৃতি রক্ষার দায়িত্ব আমাদের সকলের।একতারা,দোঁতারা,ঢোল,বাঁশি আজ কোথায় বলুন তো।মেলায় কি আর বাঁশি শোনা যায়।ঢাকি আর ঢোলের প্রেম ও তেমন দেখা যায় না।একটু সহযোগিতার হাত বারিয়ে দিন।আমরা পারবো।