স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি (shopno choar shiri)

স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি

* চাকরির বিকল্প আত্মকর্মসংস্থান ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের লক্ষ্যে, তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ, কারিগরি প্রশিক্ষণ সহ মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে
সমস্যার সমাধানে অনলাইন ভিত্তিক সুপরামর্শ প্রদান।

*এন্টিবায়োটিক/স্টেরয়েড মুক্ত দেশি মুরগির বাণিজ্যিক (অর্গানিক) খামার স্থাপন বিষয়ক প্রায়োগিক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়।

*প্রাণি সম্পদের সকল বিষয়ে প্রায়োগিক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়।