জানেন মানেন এবং সুস্থ থাকেন

সুস্থ থাকা মানব জীবনের প্রথম শর্ত শারীরিক সুস্থতার চেয়ে নিজের মন এবং চিন্তা কে সুস্থ রাখা জরুরী, আপনে যদি মন থেকে সুস্থ থাকেন তাহলে দেখবেন শরীরে কখনো রোগ বাসা তৈরি করতে পারবেনা হাদিস এবং বিজ্ঞান তাই বলে।প্রতিদিন কোর আন পড়ুন সুস্থতা চলে আসবে এবং অন্য ধর্মের যারা আছেন আপনাদের ধর্মের গুরুত্বপূর্ণ বই গুলো প্রতিদিন একটা অংশ পাঠ করতে পারেন এতে করে মন মানসিকতা ভালো থাকবে এবং সুস্থ থাবেন, ইনশাআল্লাহ।