Shahin's Helpline

একজন মানুষের জীবনে অনেক কিছুই আছে, যা সে আগে কখনো দেখেনি, শোনেনি, শেখেনি, এটা দোষের কিছু নয় । আবার একজীবনে একজন মানুষ দুনিয়ার তাবৎ জিনিষ শিখে ফেলবেন বা জেনে যাবেন এমনটা প্রত্যাশ্যা করাও বোকামি, তবে একজন মানুষের মধ্যে যতো বেশি জানার ইচ্ছা বা আগ্রহ থাকবে একজন মানুষের জানার পরিধী তত বাড়বে । আমরা নিজেরা জানবার জন্য এবং যাদের জানার আগ্রহ আছে তাদের সাথে আমাদের ক্ষুদ্র জানাটুকু শেয়ার করার জন্যই শাহিন’স হেল্প লাইন এর নতুন প্রয়াস আমাদের ইউটিড চ্যানেল ।

আমরা সব সময় আমাদের কাজের মাধ্যমে আমাদের শিক্ষাটুকু শেয়ার করার চেষ্টা করে থাকি ।
আর যে সকল মানুষ আমাদের উপর আস্থা রেখে কিছু শেখার জন্য, কিছু জানার জন্য আমাদের এই নতুন উদ্যোগ এর সাথে সস্পৃক্ত হয়েছেন । তারা সকলেই আমাদের কাছে এক, একজন সুপার হিরো , যাদের জানার আগ্রহ, স্পৃহা আমাদের পথ চলার শক্তি যোগায় ।
আমরা আমাদের সকল সুপার হিরোকে, আমাদের শাহিন’স হেল্প লাইনের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন ।
শাহিন’স হেল্প লাইন সব সময় এসএমই উদ্যোক্তাদের নিয়ে, এসএমই উদ্যোক্তাদের সাথে কাজ করে চলেছে ।