সেরা উক্তি 🤍

জানি না কেনো সাদামাটা জীবনই আমার ভালো লাগে। একটা অন্ধকার ঘরে এক চিলতে আলো, এইটুকুই যথেষ্ট। কারণ সেই আলোটুকু বাইরের চাকচিক্যের চেয়েও বেশি সত্যি। হ্যা সাদামাটা থাকতে ভালোবাসি আমি। একটা ছোট ঘর, অল্প কিছু স্বপ্ন আর সেই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এক চিলতে আলো। এর বেশি কিছু চাই না।