আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক,
জানতে হবে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভাল আছেন।
মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি তিনি আমাদের এই চ্যানেলটি একবার হলেও দেখার সুযোগ করে দিয়েছেন। সব নবী-রাসুলই দাওয়াত, তাবলিগ, তালিম ও তারবিয়াতের কাজ করেছেন। যেহেতু নতুন কোনো নবী ও রাসুল আর আসবেন না, তাই কিয়ামত পর্যন্ত দাওয়াত, তালিমে দ্বীনের কাজ আখেরি নবীর উম্মত তথা উম্মতে মুহাম্মদীকেই করে যেতে হবে।ইসলামের কল্যাণের বিষয়গুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হলো তাবলিগ। হাদিস শরিফে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে মহানবী (সা.)-এর সর্বশেষ বাক্য ছিল, 'তোমরা যারা উপস্থিত রয়েছ তারা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও।'This is an #educational channel, #bangla tutorial #jante hobe #Gild #muhibbullah ahsan #great vedio, bangladesh of youtube channel, Islamic issues, #motivational vedio islamic waz,
যদি আর একটিও ভিডিও মিস না করতে চান, তবে এক্ষুণি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ