Shah Abdullah নিমদাঁড়িয়া মাদ্রাসা

জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ নিমদাঁড়িয়া মাদ্রাসার ভীত স্থাপন করা হয়েছিল ২০২৩ এর রমযান মাসের দ্বিতীয় তারিখে।
আলহামদুলিল্লাহ! খুব অল্প সময়ের মধ্যে মাদ্রাসাটি দুই তলা বিশিষ্ট বিল্ডিং নিয়ে হিফজ বিভাগ এবং দ্বীনিয়াত বিভাগ ও আরাবী বিভাগ শারহে জামী পর্যন্ত পঠন পাঠনের পরিষেবা দান করে আসছে।
এখানে মানসম্পন্ন খাওয়া-দাওয়ার সাথে সাথে সুশিক্ষার এবং সুদিক্ষার সুন্দর পরিবেশ বিদ্যমান আছে।
সুদক্ষ ও সুঅভিজ্ঞ শিক্ষক দ্বারা ছাত্রদেরকে অনুশীলনী করানো হয়।
মাদ্রাসাতে প্রায় দুইশত ছাত্র এবং ১০ জন শিক্ষক ও দুইজন কর্মচারী আছেন।
1 - বাতিলদের আপত্তির জবাব।
2 - বাতিলদের দলীলের খন্ডন।
3 - এরাবিক গ্রামার সম্পর্কিত তথ্য।
4 - দর্শন শাস্ত্রের নীতিমালা।
5 - বিভিন্ন শারয়ী মাসআলা মাসায়েল।
6 - মাদ্রাসার সিলেবাস সংক্রান্ত মূল্যবান তথ্য।
7 - ইসলামিক মূল্যবান সফটওয়্যার সম্পর্কিত তথ্য। ইত্যাদি ইত্যাদি।