আলহামদুলিল্লাহ,সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য,যিনি সমগ্র বিশ্বজগতের পরিচালক,
পরমঅনু থেকে নিয়ে সর্ববৃহত্তর সমস্ত মাখলুক তিনি সৃষ্টি করেছেন।
এই মাহাসৃষ্ট জগতের আমরা অতি নগণ্য এক সৃষ্টি মানুষ।
আমাদেরকে আল্লাহ অত্যাধিক মায়া মহাব্বত ও ভালবেসে সৃষ্টি করেছেন।
আমাদের কে করেছেন শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী।
আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার খলিফা হিসেবে।
কিন্তু দুর্ভাগ্য আমাদের,আমরা দুনিয়ার মোহে অন্ধ হয়ে ভুলে গেছি আমাদের দায়িত্বের কথা।
ভুলে গেছি দয়াময় রবের সাথে করা প্রস্তুতির কথা।
আমরা ভুলে গেছি আমাদের রবের পক্ষ থেকে প্রেরিত সেই মহামানব আমাদের প্রাণের রসূল মোহাম্মাদ ﷺ'র দেখানো পথ।
আমাদের জীবন থেকে মুছে গেছে তার আদর্শ।ভুলে গেছি আমাদের পূর্বেশ্বরীদের ত্যাগের ইতিহাস।
তাদের সেই লক্ষ্যকে সামনে রেখে।আবার আল্লাহর পথে ফিরে যাওয়ার উদ্দেশ্যে।রসূলের সুন্নতকে সমুন্নত রাখার প্রয়াসে।
আমাদের এই দাওয়াতী কার্যক্রম।
আমরা চেষ্টা করব আপনাদের মাঝে উপকারী বইগুলো উপস্থাপন করতে।
আল্লাহ আমাদের এই চেষ্টাটুকুকে কবুল করেন।আখেরাতে এর বিনিময় উত্তম জাজা দান করেন।
এর সাথে সংশ্লিষ্ট সকলকে জাযা দান করেন। (আমিন)