Onik's Bonsai

প্রকৃতির সবুজ ভালো লাগে, ভালো লাগে গাছ, গাছের সবুজ প্রকৃতি। সেই ভালো লাগা থেকেই এই চ্যানেলটি খোলা। সুধু বনসাই নয় প্রকৃতির যে কোন সৌন্দর্যরূপ এই চ্যানেলে ফুটিয়ে তোলা হবে। এছারাও কিভাবে বনসাই করা হয়। কিভাবে এর পরিচর্যা করা হয়, এর দাম কেমন, কোথায় বনসাই পাওয়া যাবে, কি কি গাছের বনসাই হয় এবং কোন কোন গাছের বনসাই হয় না এসব ইত্যাদি বিষয়ে জানাবার চেস্টা করব ইনশাআল্লাহ্‌।
তাই আমার এই চ্যানেলটি প্রকৃতি যারা ভালোবাসেন তাদের জন্য।