Porosh Khan Rana



তথ্য ইচ্ছে জ্ঞান ।আধুনিক পৃথিবী তথ্য-নির্ভর ।যে যত বেশি তথ্য জানবে অথবা যার কাছে যতবেশি তথ্য থাকবে সে ততবেশি এগিয়ে । বিশাল সাগরের সমান আমাদের পৃথিবীর এই তথ্য-ক্ষেত্র থেকে নিজের ঝুলিতে যে সামান্য কিছু তথ্য আছে সেটাই ডকুমেন্টারি আকারে এই চ্যানেলে প্রকাশ করা হয় ।আপনি এখানে আপনার ৫ মিনিট ব্যয় করলে সেটা যেন বৃথা না যায়-আমরা সেই চেষ্টাই করে থাকি ।অন্তত ১ টা শিক্ষণীয় শব্দ হলেও সেখানে থাকে -যেটা আপনার পরবর্তি জীবনে কোন-না কোন ভাবে আপনাকে সাহায্য করবে ইন শা আল্লাহ্‌ ।

ডকুমেন্টারির সাথে এখানে কিছু সাহিত্য-র ভিডিও আপলোড করা হয় ।সাহিত্য আমাদের মনের খোঁড়াক মিটায়- আমরা যখন একাকিত্ব অনুভব করি তখন সাহিত্য আমাদের সঙ্গদেয় ।আবার যখন বিচ্ছেদ এসে আমাদের মনকে ভাসিয়ে দিয়ে যায় তখন ও আমরা মানুষকে পাশে না পেলেও ঠিক যার পাশে থাকায় বেঁচে উঠি নতুন করে সেটাই সাহিত্য


আপনাদের জন্য ছোট্র কিছু করার প্রয়াস নিয়েই এই চ্যানেলের যাত্রা ।পাশে থাকবেন এই আশা করি । ধন্যবাদ আপনাকে । একটা বাণী বলে বিদায় নিচ্ছি ........

Knowledge is power-- জ্ঞানই -শক্তি ।