'' অল্প কথায়, গল্প গাঁথা '' আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই চ্যানেলে প্রতিনিয়ত রামায়ণের নীতিকথার গল্প, রুপকথার গল্প, কাল্পনিক গল্প, ও সামাজিক রীতিনীতির সচেতনতার গল্প দিয়ে থাকি।
অল্প কথায় নতুন নতুন গল্প বলে, মানুষ ও সমাজকে নৈতিক শিক্ষা ও সচেতন করার চেষ্টা করি । এই চ্যানেলের সমস্ত কাহিনী, সংলাপ, ও চরিত্র সবেই কল্পনাভিত্তিক।
তাই করো চ্যানেল বা ব্যক্তিগত জীবনে মিলে গেলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নহে ।
এ আই ছবি দিয়ে এই চ্যানেলটিকে রঙ্গিন করা হয়েছে ।