আমার কণ্ঠ শুধু আমার কণ্ঠের কবিতা নয় আবৃত্তি বা পাঠ নয় । এ আমার প্রিয় সকল কবিতা প্রেমীরও কণ্ঠ শোনানোর এক শিক্ষা তথা বিনোদন মূলক চ্যানেল। আপনিও আপনার পছন্দের কবিতা এখানে পাঠ/আবৃত্তি করে শোনাতে পারেন । সেক্ষেত্রে আপনার পাঠ বা আবৃত্তির কবিতা ভিডিও করে পাঠাতে হবে । মনোনিত হলে তবে প্রকাশ করা হবে । সেই সঙ্গে নিজের লেখা বা অন্যের লেখা তার সে যাই হোক না কেন অবশ্যই বিবেচনা যোগ্য ।