SHABDO RAHASHO

আধুনিককালে আমরা যাকে ছোট-গল্প বলছি, তার জন্মলগ্ন ঊনবিংশ শতাব্দীতে। তাই ছোট গল্পকে বলা হয়েছে, ‘Peculiar product of nineteenth century.’
"বিভূতিভূষণ বন্দোপাধ্যায় বলেছেন, ছোট-গল্প জীবনের একটি বিশেষ মুহূর্ত"। রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, '‘শেষ হইয়াও হইল না শেষ।'’ ছোট-গল্প পড়ে পাঠককে ভাবতে হয়-কী হ’ল তারপর?
গল্প জিনিসটা নাকি মোটে দুরকমভাবে বলতে শোনা যায়। একরকম হচ্ছে বিশেষজ্ঞের ভঙিতে বলা। এক্ষেত্রে চালটা হয় একটু ভারিক্কি গোছের, মনে হবে যেন অঙ্কের টিচার ক্লাসে মানসাঙ্ক পড়াচ্ছেন। আরেক ধরনের গল্প বলাও আছে, যেখানে আমরা ছাপার অক্ষরেই গল্পকথকের জাদুকরী কণ্ঠস্বর শুনতে পাই।

" শব্দ রহস্য " আমাদের এই channel টি তে আমরা অনেক ছোটগল্প ও AUDIO PODCAST পরিবেশন করার চেষ্টা করছি, নিজস্ব ভঙ্গিতে। আপনারা SUBSCRIBE, LIKE, SHARE করে, আমাদের সাথে থাকলে আমরা উৎসাহিত হবো এবং আরো অনেক নতুন ছোটগল্প (ভৌতিক,সামাজিক,রহস্যরোমাঞ্চ )খুঁজে আনতে পারব।

"আপনাদের লেখা ছোটগল্প বা ভৌতিক অভিজ্ঞতা আমাদের লিখে জানাতে পারেন। আপনাৱা চাইলে, আপনাদের ঘটনা AUDIO PODCAST কৱা যেতে পাৱে আমাদের সাথে।"