Diversity 360 on EEE

আমার স্বপ্ন, বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য এমন একটি ফ্রী প্লাটফর্ম করা, যেখানে ইইই জব রিলেটেড সব সাবজেক্টের ভিডিও ফ্রীতে পাওয়া যাবে। টাকা খরচ করে যাতে কোন জব প্রস্তুতির কোচিং এ ভর্তি হতে না হয়। কোচিং ছাড়াই ছাত্র ছাত্রীরা ইইই জব পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন খুব সহজেই।

এছাড়াও ছাত্র ছাত্রীরা ইইই ল্যাব কোর্সের সব সফটওয়্যার Download এবং Install করতে পারবে, আমার YouTube Channel এর ভিডিও গুলো দেখে দেখে। যেমন: MatLab Software, PSPice, Microwind.

আমি যখন বুয়েট ইইই ডিপার্টমেন্টে ২০১৪ সালে BSc তে ভর্তি হয়, তখন এমন অনেক প্রবলেম ফেইস করি। ইইই ছাত্র ছাত্রীদের BSc কোর্সের সহজতর ব্যাখ্যা ও পরবর্তীতে জব প্রস্তুতির পূর্ণ গাইডলাইন দেয়ার জন্যই আমার এ উদ্যোগ।

ইইই এর জব প্রস্তুতির জন্য আমি ভিডিও সিরিজ তৈরি করছি, আমার বন্ধু Junaed Hassan Nazmul এর লেখা বই "Thevenin EEE Job Guideline" এর উপর।

এটি একটি ফ্রী প্লাটফর্ম যা বাংলাদেশের সকল ইইই ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করবে।