আমি সাজিব হাসান মন্ডল...একজন ভারতীয় বাঙালি।। এই চ্যানেলের মাধ্যমে কোন জায়গা,সেই জায়গার মানুষ, সেই মানুষদের সংস্কৃতি - খাবার - চলাফেরা ,তাদের কিছু জানা - অজানা , না বলা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।। একজন ক্রীড়াপ্রেমী হওয়ার সুবাদে খেলার পিছনের গল্প বা গ্রাম বাংলার নানান রকম খেলাও হয়তো এই চ্যানেলে দেখতে পারবেন।