Nazneen Binte Tamiz

আসসালামুআলাইকুম!

আশা করছি সবাই ভালো আছেন।

আপনাদেরকে আমার শখের ছোট্ট চ্যানেলে স্বাগতম জানাচ্ছি।

এই চ্যানেলটি মূলত শুরুতে আমার পারসোনাল এ্যাকাউন্ট ছিল যা আমি ২০১৫ সালের ২৯ ডিসেম্বরে খুলি।যার মাধ্যমে আমি অন্যান্য হাজারো ইউটিউবারদের ভিডিও দেখতাম।

আর ভিডিও দেখতে দেখতে প্রায় ২০১৮ সালের শেষের দিকে আমার খুবই শখ হল নিজের একটি চ্যানেল করার জন্য।

তো যেই শখ হল সেই আমি কাজ করার জন্য উঠে পরে লাগলাম।কিন্তু ব্যাপার টা মোটেও সহজ ছিল না আমার জন্য।
প্রচুর স্টাডি করতে লাগলাম, গুগল করতে লাগলাম, ইউটিউব এ সার্চ করতে লাগলাম যে আসলেই ইউটিউব এ কিভাবে কি করা যায়।

তারপর অবশেষে ২০২০ সালের জানুয়ারি মাসের ২২ তারিখে আমি আমার প্রথম ভিডিও আপলোড করতে সফল হই।

এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব আর সেই সাথে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদ সবাইকে।