Abhijit

হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ

যাদবায় মাধবায় কেশবায় নমঃ

গোপাল গোবিন্দ রাম শ্রী-মধুসূদন

গিরিধারী গোপীনাথ মদন-মোহন ll

শ্রী-চৈতন্য-নিত্যানন্দ শ্রী-অদ্বৈত-সীতা

হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা ll

শ্রী-রূপ সনাতন ভট্ট-রঘুনাথ

শ্রী-জীব গোপাল-ভট্ট দাস-রঘুনাথ ll

এই ছয় গোসাইর করি চরণ বন্দন

যাহা হৈতে বিঘ্ন-নাশ অভীষ্ট-পূরণ ll

এই ছয় গোসাই যার-মুই তার দাস

তা-সবার পদ-রেণু মোর পঞ্চ-গ্রাস ll

তাদের চরণ-সেবি-ভক্ত-সঙে বাস

জনমে জনমে হয় এই অভিলাষ ll

এই ছয় গোসাই জবে ব্রজে কৈলা বাস

রাধা-কৃষ্ণ-নিত্য-লীলা করিল প্রকাশ ll

আনন্দে বল হরি ভজ বৃন্দাবন

শ্রী-গুরু-বৈষ্ণব-পদে মজাইয়া মন ll

শ্রী-গুরু-বৈষ্ণব-পদ-পদ্ম করি আশ

নাম-সঙ্কীর্ত্তন কহে নরোত্তম দাস ll