"হাতের মুঠোয় বিজ্ঞান" প্রকল্পেটি মুলত অষ্টম- দশম শ্রেনীর বিজ্ঞান, আইসিটি বিষয়গুলোর উপর শিক্ষা সহায়ক ভিডিও প্লাটফর্ম। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এটুআই প্রকল্পপের সার্ভিস ইনোভেশন খাতের একটি শিক্ষা বিষয়ক উদ্ভাবনী চিন্তা ও ফোর ডি কমানিকেশন্স এর বাস্তবায়োনকারী সংস্থা। এর মাধ্যমে দেশের মাধ্যমিক স্তরের অষ্টম, নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের বিভিন্ন বিষয় (যেমনঃ জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও আইসিটি) এর কঠিন টপিক গুলোকে বাংলা অডিও ও ভিজুয়াল এর মাধ্যমে সহজ ভাষায় আনন্দদায়ক করে তৈরি করা হচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা বই এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলো কারো সাহায্য ব্যাতিরেকেই নিজে নিজে আয়োত্ত করতে পারে।