বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে ভালোভাবে না পরলে বিজ্ঞানের কিছুই বোঝা যাবে না অর্থাৎ সবকিছুই ঘোলা ঘোলা লাগবে। এজন্য চোখে সরষে ফুল দেখতে না চাইলে, বিজ্ঞান ভালোভাবে পড়তে হবে। আর এই পড়ায় আপনাকে সহযোগিতা করার জন্য থাকব আমি,তানজিম বিন হেলাল।
তবে যাদের পড়াশোনা ভালো লাগেনা,অর্থাৎ যারা আমার মত তারা এখন থেকে কষ্ট করে বিজ্ঞান পড়বেন না,আপনারা শুধু আমার ক্লাসগুলো চালিয়ে দিয়ে দেখতে থাকবেন, দেখতে দেখতে ঘুমিয়ে পড়বেন। এভাবে ১৫ দিন চললে দেখবেন বিজ্ঞান পড়তে পৈশাচিক আনন্দ পাচ্ছেন, আর এই পৈশাচিক আনন্দ ব্যবহার করেই আপনি হয়ে যেতে পারেন আপনার স্কুলের টপার।
সুতরাং বিজ্ঞানের বিস্ময়কর জগৎ কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে, মনোযোগ দিয়ে আগে ক্লাস গুলো করুন😁😁