দ্বীনের পথে সুন্নাহ এর সাথে। থাকতে চাই সদা জান্নাতের পথে।
এখলাসের সাথে দাওয়াতের নিয়তে,
আপনিও পারেন অন্যকে পৌঁছাতে।
তাবলীগে দিনের এই মহৎ কাজে
সহযোগিতা ও দোয়া চাই সকলের কাছে,
আশারাখি সকলকেই পাব আমার পাশে।
দ্বীনি কাজে যারা থাকে মুমিনের পাশে,
তারাই উভয় জাহানে সুখের হাসি হাসে।
প্রতিজ্ঞা করছি মোরা মহান প্রভুর কাছে,
দ্বীনি কাজে থাকব মোরা একে অপরের পাশে।
বেধেছে এই পণ মোদের মনে বাসা,
কবুল করো প্রভু হে মোদের মনের আশা।