📰 bdjonomot24 — জনগণের খবর, জনগণের কণ্ঠ
বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রকৃত মতের প্রকাশ ও বিশ্লেষণের অঙ্গীকারে bdjonomot24। নিরপেক্ষ সাংবাদিকতা, অনুসন্ধানমূলক রিপোর্ট এবং বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশে বিশ্বাসী এই সংবাদমাধ্যমটি জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, খেলা, বিনোদনসহ নানাবিধ বিষয়কে গুরুত্বের সঙ্গে পরিবেশন করছে।
অসংকোচ সত্যের পক্ষে এবং জনগণের অধিকার রক্ষায় bdjonomot24 দৃঢ় প্রতিজ্ঞ।
স্লোগান: “জনগণের খবর, জনগণের কণ্ঠ”