RajpotherAlo 📰✨
সত্যের পথে, জনগণের কণ্ঠস্বর।
✊ RajpotherAlo হলো রাজপথের কণ্ঠস্বর।
এখানে নিয়মিতভাবে তুলে ধরা হয় জাতীয় প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বিক্ষোভ, সমাবেশ, মিছিল ও দাবিদাওয়ার কর্মসূচির বাস্তবচিত্র।
আমরা বিশ্বাস করি—
👉 জনগণের অধিকার আদায়ের সংগ্রাম,
👉 ন্যায়বিচারের দাবিতে আন্দোলন,
👉 সমাজের বিভিন্ন স্তরের কর্মসূচি
সবই ইতিহাসের অংশ, আর সেই ইতিহাসকে আমরা ভিডিওর মাধ্যমে সংরক্ষণ ও প্রকাশ করি।
🎥 আপনি এখানে পাবেন:
সরাসরি লাইভ কাভারেজ
সংক্ষিপ্ত প্রতিবেদন
জনগণের দাবিদাওয়ার হাইলাইটস
আন্দোলনের আর্কাইভ
আমাদের লক্ষ্য একটাই—
📢 “জনগণের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া সবার কাছে।”
👉 প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়।
📌 সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন যেন কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না করেন।
✅ "RajpotherAlo – রাজপথের খবর, আন্দোলনের প্রতিবিম্ব।"
👉 “RajpotherAlo শুধুমাত্র বাস্তবচিত্রের প্রতিবেদন প্রকাশ করে। এটি কোনো রাজনৈতিক দলের অফিসিয়াল কনটেন্ট নয়।”
📌 বিশেষভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ, সমাবেশ ও মিছিলের বাস্তবচিত্র নিয়মিতভাবে তুলে ধরা হয়।