মাতৃভাষায় বিজ্ঞানচর্চা _ একটা ছোট্ট প্রচেষ্টা - Physics - কে নিজের মাতৃভাষায় সহজভাবে বোঝার, জানার ও শেখার ।।
এই channel এর প্রত্যেকটি ভিডিওতে চেষ্টা করেছি ওই বিষয়টিকে যতটা গভীরে গিয়ে ও সহজভাবে বোঝানো যায় । তাই প্রত্যেকটি ভিডিওই দৈর্ঘ্যে একটু বড় হয়েছে । বিষয়গুলিকে না বুঝে শুধু মুখস্থ না করে, গভীরভাবে আত্মস্থ করে Physics কে ভালোবেসে শিখতে চাইলে প্রত্যেকটি ভিডিওই শেষ পর্যন্ত দেখো । আমার বিশ্বাস এতে তোমাদের Physics বিষয়টিকে আরও শিখতে ও জানতে ইচ্ছে করবে, Physics এর প্রতি ভালোবাসা আরও বাড়বে । আর তাতেই হবে আমার সকল পরিশ্রমের সার্থকতা ।।