THE LEFT VOICE

ধর্মনিরপেক্ষ - জন-গণতান্ত্রিক - সমাজতান্ত্রিক এবং সাংবিধানিক বিজ্ঞানসম্মত সমাজব্যবস্থা গঠনের লক্ষে সকল বঞ্চিত-অসহায়-মেহনতি-প্রতিবাদী প্রগতিশীল মুক্তিকামী মানুষের মনের ভাষা এবং তাদের লড়াই আন্দোলনসহ নিজ অধিকার বুঝে নেওয়ার যে প্রচেষ্টা,সেটা সকলের সামনে উপস্থাপন করার একটা মাধ্যম হল আমাদের এই YouTube চ্যানেল ।

সমাজতান্ত্রিক - বিজ্ঞানসম্মত - গণতান্ত্রিক উন্নত সমাজ গঠনের লক্ষে ডিজিটাল সামাজিক মাধ্যম অর্থাৎ এই YouTube চ্যানেলের দ্বারা, পুঁজিবাদী - ফ্যাসিস্ট সমাজ ব্যাবস্থার বিরুদ্ধে বামপন্থী বিভিন্ন গনসংগঠন গুলোর নানা রাজনৈতিক কর্মসূচি , প্রতিবাদ , বিক্ষোভ , আন্দোলনের নানা তথ্য - ভিডিও জনগণের কাছে তুলে ধরার জন্যে আমাদের এই প্রয়াস । সকল ধর্মনিরপেক্ষ - প্রগতিশীল , মানব-মুক্তিকামী মানুষের সহযোগিতা , অংশগ্রহণ একান্তভাবে কামনা করে THE LEFT VOICE এই YouTube চ্যানেল এবং CPI(M) Digital.
সকলকে সংগ্রামী অভিনন্দন । সকল অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে হেঁটেও থাকুন , ইন্টারনেটেও থাকুন।
CPI(M)-DYFI-SFI-CITU-AIKS-AIAWU-AIDWA- LEFT FRON & All Democratic Leftist Organisations or Left Wings...❤️🇮🇳✊🌹