গল্প শ্রবণ


মানুষের জীবনটা বিপুল একটা বনস্পতির মতো, তার আয়তন, তার আকৃতি সুঠাম নয়। দিনে দিনে চলেছে তার মধ্যে এলোমেলো ডালপালার পুনরাবৃত্তি। এই স্তূপাকার একঘেয়েমির মধ্যে হঠাৎ একটা ফল ফলে ওঠে —, সে নিটোল, সে সুডোল, বাইরে তার রং রাঙা কিংবা কালো, ভিতরে তার রস তীব্র কিংবা মধুর। সে সংক্ষিপ্ত, সে অনিবার্য, সে দৈব লব্ধ, সে ছোটগল্প। এই গল্প মানুষকে দৈনন্দিন একঘেয়েমির হাত থেকে দেয় মুক্তির স্বাদ। তাই নতুন নতুন গল্প শুনতে হলে "গল্প শ্রবণ " চ্যানেলটি Subscribe করে চ্যানেলটির পাশে থাকুন।। ধন্যবাদ।।https://www.facebook.com/profile.php?id=61560081778593&mibextid=kFxxJD