Shahadat Forazi

আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর কাছে এক ব্যক্তি এসে একটি বাহন চাইল। কিন্তু নবী (ﷺ) নিজের কাছে তার আরোহণের জন্য কিছু পেলেন না। তাই তিনি অন্য একজনের কাছে পাঠিয়ে দিলেন, ঐ ব্যক্তি তাকে একটি বাহন দিল। পরে সে এসে নবী (ﷺ)–কে তা জানালে তিনি বললেনঃ ভাল কাজের পথ প্রদর্শনকারী তা সম্পাদনকারীর মতই। (জামে' তিরমিযী আন্তর্জাতিক নং: ২৬৭০)

আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, আমার কথা (অন্যদের নিকট) পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়। (সহীহ বুখারীو আন্তর্জাতিক নং: ৩৪৬১)


সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।

দ্বীনি কাজে সহযোগিতা নিঃসন্দেহে সওয়াবের কাজ।