''Krishi Bagan & Bazaar'' এটি আমাদের কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল। বাংলার ও আশপাশের অনেক সাধের বাগান করছে। এই সমস্ত আম বাগান, জাম বাগান, কাঁঠাল বাগান, লিচু বাগান, মাল্টা বাগান, আনারস বাগান ও অন্যান্য তথ্য বহুল বিষয় এবং সাধের বাগান নিয় আমাদের কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল।
এখানে পাবেন সব বাজারের খবর। বাজার দাম, ফল চাষ, মাছ চাষ সহ বিভিন্ন কৃষি প্রতিবেদন তুলে ধরা হয়। পাশাপাশি কৃষি সম্পর্কিত সফল ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন দেখানো হয়। যাতে বেকার ভাই-বোনেরা অনুপ্রাণিত হয়ে কৃষি খামার করে বেকারত্ব দূর করতে পারে। কৃষি সারা বিশ্বেই সম্ভাবনার এবং লাভজনক একটি ক্ষেত্র তবে সঠিকভাবে জেনে, বুঝে, আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে, সর্বোপরি সঠিক পরিকল্পনা করে এগিয়ে আসলে অবশ্যই সফল হওয়া সম্ভব।
You Can Also Get Gardening And Agriculture Ideas From Bangladesh, Agriculture, amazing, fruit, technology, sadher bagan etc are for you.
Krishi Bagan & Bazaar চ্যানেটি Subscribe করে সাথে থাকুন।
আমাদের চ্যানেলের ভিডিও গুলো ভাল লাগলে লাইক দিন এবং শেয়ার করুন।