আসসালামুআলাইকুম, বিশ্ব বাঙালি। চেষ্টা করি। আমার চেষ্টা তাদের নিয়ে যারা দেশকে ভালোবাসে। এমন হাজারো মানুষ আছে, যারা কোনো দল করে না, পার্টি করে না। শুধুই নিজের মাতৃভুমিকে ভালোবাসে, নিজের মাটিকে ভালোবাসে। আমি আর তারা মিলেই আমাদের চ্যানেল। এটা সত্যি, আমি একা কিছুই না। আমার সঙ্গে আপনি আছেন, যার নাম একতা। যার নাম ভালোবাসা। ভিডিও তৈরি করার উদ্দেশ্য :: অন্তত্য একজন বাঙালিকেও যদি সঠিক পথে আনতে পারি, এটাই তো সফলতা, তাই নয় কি? আসুন এক সঙ্গে একটা অন্যরকম মানুষিকতার বাংলাদেশ গড়ি। আপনিই কিন্তু পারেন পরিবর্তন আনতে। কেমন পরিবর্তন?:: এই যে আমার ভিডিও দেখে অন্যকে মনের অজান্তে সচেতন করলেন, এটাই পরিবর্তন ভাই।