আমি মো: সাব্বির । আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একজন ছাত্র। সদ্য, আমি অত্র প্রতিষ্ঠান থেকে মার্কেটিং বিভাগ থেকে বি.বি.এ সম্পন্ন করেছি । আমরা জানি বর্তমানে আমাদের দেশের চাকরির বাজার প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতা মূলক একটি জায়গা, সেক্ষেত্রে সরকারি চাকরি হল একটি সোনার হরিণ । নিজের মাঝে আমি অনেক দিন ধরে একটি স্বপ্ন লালিত করছি, আর সেটি হল ভালো মানের একটি সরকারি চাকরি নিশ্চিত করা। আমার প্রথম লক্ষ্য হল একজন বিসিএস ক্যাডার হওয়া (একজন ব্যাংক কর্মকর্তা হওয়ার সুপ্ত ইচ্ছাও আমার আছে) । আর সেই লক্ষ্যে আমি বিসিএস এবং ব্যাংক দুটো চাকরির প্রস্তুতি এক সাথে নিব ইনশাআল্লাহ্ ।আমার এই যাত্রায় আমি যেন সফল ভাবে সামনের দিকে আগাতে পারি, সব সময় যেন সেল্ফ মোটিভেটেড থাকতে পারি, সেই লক্ষ্যে আমার এই চ্যানেলটি খোলা । এখানে আমি আমার প্রতিদিনের পড়াশোনা বিষয়ক কর্মকান্ড ভিডিয়ো আকারে প্রকাশ করব ইনশাআল্লাহ্। এর সাথে আমি আমার সকল চিন্তাভাবনা, আমার পড়াশোনা বিষয়ক কৌশল এবং আমার নোটগুলো সবার মাঝে শেয়ার করব ।