CRIME PRESS BENGAL TV

বাংলার লক্ষ

ক্রাইম প্রেস বেঙ্গল হল এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে আপনি ভারতের কথা জানতে পারেন ।

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিনিয়ত চারিদিকের ঘটে যাওয়া ঘটনা, খেলার খবর, মানবিক, আবেদন মুলক গল্প, শারীরিক সচেতনতা মূলক বার্তা ও দেশ বিদেশের নানা অজানা তথ্য জানতে পারবেন ক্রাইম প্রেস বেঙ্গলের মাধ্যমে।
ক্রাইম প্রেস বেঙ্গল সম্ভাবনাময় সারা ভারতের আপডেট দেবে আপনাকে। বাংলা থেকে সমস্ত তথ্য আপনার চোখের সামনে তুলে ধরবে ক্রাইম প্রেস বেঙ্গল. যার মাধ্যমে পুরো ভারতবর্ষ দেখতে পাবেন আপনার ফোনের মাধ্যমে ।

বিধিসম্মত সতর্কীকরণঃ
১) আমাদের চ্যানেলে প্রকাশিত সমস্ত বক্তার বক্তব্য নিজস্ব। ক্রাইম প্রেস বেঙ্গল কোনভাবেই বক্তার মতের সঙ্গে সহমত বা বিরোধীতা পোষণ করেনা। বক্তব্যেরঌ দায়ভার একান্তই বক্তার নিজস্ব।
২) আমাদের চ্যানেলে প্রকাশিত সমস্ত বিজ্ঞাপনের বক্তব্য ও বিষয়বস্তু বিজ্ঞাপনদাতাদের নিজস্ব, এ ব্যাপারে ক্রাইম প্রেস বেঙ্গল কর্তৃপক্ষ কোনভাবে দায়বদ্ধ নয়। তাই কোনও বিজ্ঞাপনের সূত্র ধরে বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করার আগে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে তার পরেই যোগাযোগ করবেন।
৩) যোগাযোগ করুন : [email protected]