বাংলা স্বরবর্ণ Bengali swarabarna 2.0

🌹নমস্কার বন্ধুরা!🌹"বাংলা স্বরবর্ণ" চ্যানেলে-এ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা! এই চ্যানেলটি বিশেষভাবে তৈরি করা  হয়েছে আপনাদের ছোট্ট শিশুদের জন্য।খেলার ছলে নতুন কিছু শিখতে পারে এটাই হলো।"বাংলা স্বরবর্ণ চ্যানেল"-এর মূল উদ্দেশ্য, শিশুদের মধ্যে বাংলা ভাষা ও ইংরেজির প্রতি আগ্রহ তৈরি করা এবং তাদের শিক্ষাকে আনন্দদায়ক করে তোলা।শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। শিক্ষার আসল মজা লুকিয়ে আছে খেলার ছলে শেখার মধ্যে। তাই, আমরা এমন  কিছু  শিক্ষামূলক ভিডিও নিয়ে এসেছি, যা আপনাদের শেখার পাশাপাশি আনন্দও দেবে। এই চ্যানেলে তোমরা পাবে বাংলা বর্ণমালা, সংখ্যা, ইংরেজি।অ এ অজগর। অ আ ক খ, ছড়া,, ABCD, শাকসব্জি, ফল, ফুল, জীবজন্তু, পাখির নাম বাংলা ও ইংরেজি।ছোট বাচ্চাদের বাংলা ছড়া।আরও অনেক মজার মজার বিষয়।এই চ্যানেল-এর পথচলায়।তোমাদের সহযোগিতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মতামত ও পরামর্শ আমাদের চ্যানেলকে আরও উন্নত করতে সাহায্য করবে। তাই, আমাদের ভিডিও গুলি কেমন লাগছে, তা কমেন্ট করে জানাতে ভুলো না।ভিডিওগুলি ভালো লাগলেবন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ 🌹