Mom's Cooking Lesson

”Mom's Cooking Lesson” একটি আনন্দের উদ্যোগ। ৭ বছর পেরিয়ে ৮ পা দিবে দিবে হাফসা। আমার প্রিয় কাজ রান্না করা। আমার প্রিয় কাজটি হাফসারও কখন প্রিয় হয়ে উঠেছে বুঝি নাই। গত কিছুদিন খুব করে অনুরোধ করলো মাম্মাম চলো আমি আর তুমি যা যা রান্না করবো ইউটিউবে শেয়ার করবো। ওর অনুরোধে আমি ঢেঁকি গিলতে রাজি হয়েছি। আমার রেসিপি আপনাদের ভালোই লাগবে আশা করি তবে হাফসার রেসিপিগুলো মিসড করা একদমই ঠিক হবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের মা ও মেয়ের এই ছোট্ট উদ্যোগে সাপোর্ট দিয়ে সহযোগিতা করার জন্য।
অনেক অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো :)