True Skills Ashiqul

আসসালামুয়ালাইকুম, আশা করি সকলেই ভাল আছেন,সব সময় দোয়া করি সকলেই ভাল থাকেন।আর আশা করি আমাদের ভিডিও গুলো ভাল লাগলে অবশ্যই Subscribe করে পাশে থকবেন।
প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা!!

সুপ্রিয় আল্লাহর পথের দর্শকমন্ডলি আশা করি মহান আল্লাহর [স:] অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই আছেন। প্রিয় দর্শক, আল্লাহর পথে আহ্বান সব থেকে বড় আমল। কেননা তা নবী-রাসূলদের দায়িত্ব।আল্লাহ তা'আলা স্বয়ং এ কর্মের প্রশংসা করেছেন। তিনি বলেন, kallo Jacg all le jaw jog وقال إنني من المسلمين، ولا تستوى الحسنة ولا السيئة ادفع بالتي هي .أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم

ঐ ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হ'তে পারে, যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে যে, নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত,সৎকর্ম ও অসৎকর্ম সমান নয়। প্রতুত্তর নম্রভাবে দাও,দেখবে তোমার শত্রুও অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে' (হা-মীম সিজদা ৩৩-৩৪)। দাওয়াতের এই মহান দায়িত্ব উম্মতে মুহাম্মদির অন্যতম বৈশিষ্ট্য, "আল্লাহর পথ" সেই দাওয়াতের ক্ষুদ্রতম অনলাইন মাধ্যম।