গ্রামবাংলার মাটি ও মানুষের মনের খোরাক লোকসংগীত, বাউল, জারি/সারি ভাটিয়ালি, বিচ্ছেদী, মুর্শিদী সর্বপুরি বাংলা গান। যে গানে কেউ হাঁসে, কেউ কাঁদে,,,,,
বাংলার দুঃখী/সুখী প্রায় প্রতিটি মানুষই মনের অজান্তেই গুনগুন অথবা খালিগলায় গানগায়। বিশেষ করে কৃষক শ্রেণির মানুষ মাটে ঘাটে ক্ষ্যেত খামারে কাজের সময় প্রাণ খুলে দরাজ কন্ঠে গান গায়। খালি কন্ঠের এইগান বাতাসের সাথে মিশে আরো শ্রুতিমধুর করে তলে।