NH Sunny's diary

আমি অবেলায় ফোঁটা ফুল,
আমি দাঁতহীন শিশুর রক্তিম হাসি,
আমি বৃদ্ধার লাঠি,
আমি মারিয়ে দেয়া সিগারেটের ফিল্টার,
আমি বিখ্যাত কবির অপ্রকাশিত কবিতা,
আমি ডাকপিয়নের চিঠির ঝুলি,
আমি প্রেমিকার ঘুমজড়ানো কন্ঠ,
আমি মাদাম তুসো জাদুঘরে রাখা মুর্তি।
আমি সব জায়গায় আছি
আমি কোথাও নেই
আমি অনেককিছু!
কিংবা কিছুইনা!