এই প্ল্যাটফর্মটা শুধু কম্পিউটার বিক্রির জন্য না।
আমাদের লক্ষ্য আপনার স্বপ্নকে সহজ করে তোলা।
আমরা বিশ্বাস করি, একটা ভালো পিসি কারো জীবন বদলে দিতে পারে।
হোক সেটা পড়াশোনা, ফ্রিল্যান্সিং, গেমিং কিংবা অফিসিয়াল কাজ
পারে আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে।
আমাদের ৩টি বড় লক্ষ্য:
▫️ কম্পিউটার বিল্ডিংকে সহজ, সুন্দর ও সাশ্রয়ী করা
▫️ অন্তত ১০,০০০ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা
▫️ ফ্রিল্যান্সিং ও আইটি-জগতে সবাইকে সঠিকভাবে গাইড করা |
আমরা এখন পর্যন্ত ৮০০+ অফিসিয়াল, গেমিং এবং ওয়ার্কস্টেশন পিসি বিল্ড করেছি
হাজারো মানুষের স্বপ্ন পূরণের সঙ্গী হয়েছি।
একটা পিসির মধ্য দিয়ে, একটা বিশ্বাসের মধ্য দিয়ে।
#tanbirwithpcbuild শুধু একটা নাম না, এটা একটা মিশন।